Thursday, May 31, 2012

শুক্কুর পাগলার হাতে অনেকগুলো ঘড়ি


শুক্কুর পাগলার দুই হাতে_
              মহাবিশ্বের অনেকগুলো ঘড়ি।

শুক্কুর পাগলার একটি ঘড়িতে থমকে আছে
এই দুনিয়ার ঘন্টা-মিনিট-সেকেন্ডের কাঁটা।
শুক্কুর পাগলার একটি ঘড়িতে মুছে গেছে
১ থেকে ১২ পর্যন্ত সবকটি সংখ্যা।
শুক্কুর পাগলার একটি ঘড়িতে ফাটা ডায়ালের
গোলবৃত্তের ভেতরে ঘাপটি মেরে উঁকি দেয়
              সর্বগ্রাসী ব্ল্যাকহোল।
শুক্কুর পাগলার একটি ঘড়িতে কোনো কিছু নেই।
তবু তা এখন টিকটিক করে চলার আওয়াজ শোনায়।
শুক্কুর পাগলার একটি ঘড়িতে চলে
সপ্তর্ষিমণ্ডল অথবা ক্যাসিওপিয়ার সময়।
শুক্কুর পাগলার একটি ঘড়িতে
              ধরেছে ছত্রাক।
তাতে অনন্ত কালের বিমূর্ত কোলাজ

শুক্কুর পাগলার দুই হাতে শোভা পায়
বিভিন্ন রকম পরিপ্রেক্ষিতের
বিচিত্র বর্ণের ভিন্ন ভিন্ন ঘড়ি।