Thursday, June 19, 2014

বহমান সুচেতনা


সুচেতনা বহমান অদম্য ইচ্ছায়;
অব্যাহত আকাঙ্খায় স্বপ্ন বলয়িত।
ব্রহ্মপুত্র-মধুমতী-শীতলক্ষা-বুড়িগঙ্গার কিনারে
বরাদ্দ আলো-হাওয়া হালাল করে যতদিন বাঁচি
আজীবন আছি আপন মাটি ও মানুষের
                                  খুব কাছাকাছি।
আমি আছি সংগ্রামী মানুষের উত্তোলিত হাতে
আমি আছি মুক্তির লড়াইয়ে বিদীর্ণ মুক্তিযোদ্ধার
                               প্রতিবাদী হৃৎপিণ্ডে,
আমি আছি নির্যাতীতা নারীদের
             অন্তহীন হাহাকারে।          
আমি আছি বিচারের নিভৃত বাণীর
                              অশ্রুঝরা ফরিয়াদে।
আমি আছি দুস্থ শিশুদের রিকেটি হাড়ের
                                লেলিহান ক্রোধে।
আমি আছি পুড়ে যাওয়া পোষাক কারখানার
নাম না জানা ঠিকানাহীন নারী-শ্রমিকের
               বেওয়ারিশ লাশের নীরব কান্নায়।
আমি আছি অন্ধ-আতুর-প্রতিবন্ধীর
                      অসহায় আর্তির আহ্বানে।
আমি আছি ঘুর্ণিপাকে পড়া নৌকার অনবরত
              টিকে থাকার প্রাণান্তকর প্রচেষ্টায়।
আমি আছি নিরপরাধ সরল মানুষের
              হত্যাকারীদের বিরুদ্ধে বিক্ষোভে।
আমি ছিলাম, আছি ও থাকবো প্রতিদিন
শুভ্র-সুন্দর-শান্তি ও কল্যাণের সবুজ শোভাযাত্রায়।