Thursday, December 6, 2012

পিঠার দোকানে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা


শামসুল ফয়েজ

চৌরঙ্গীর মোড়ে জমশেদ আলীর পিঠার দোকানে
রবীন্দ্রনাথের সঞ্চয়িতার পাতায়
দেদার বিক্রি হচ্ছে গরম চিতই পিঠা।
ক্রেতার ভিড়ে ব্যস্ত দোকানদার
একে একে ছিঁড়ে নিচ্ছে আমাদের
সুপ্রিয় সঞ্চয়িতার একেকটি পাতা ।
কোন পাতায় লেপ্টে দিচ্ছে কাঁচামরিচ ছড়ানো আলু ভর্তা।
কোন পাতায় সর্ষে বাটার সুগন্ধ। 
কোন পাতায় কালোজিরার নরম ঔষধি।
কোন পাতায় ধনে পাতার সুসবুজ মন্ড।
কোন পাতায় মরিচ-রশুন ছড়ানো চ্যাপাভর্তা
খাওয়ার আগেই  মুখে এনে দেয় পানি।
কারো হাতে পড়ছে বলাকা।
কারো হাতে পড়ছে সোনার তরী।
কারো হাতে পড়ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ।
কারো হাতে পড়ছে ক্যামেলিয়া ।
কারো হাতে পড়ছে দুই বিঘা জমি।
কারো হাতে পড়ছে নিরুদ্দেশ যাত্রা।
কারো হাতে পড়ছে ঐক্যতান।
কারো হাতে পড়ছে প্রথম দিনের সূর্য।

নিরক্ষর জমশেদ আলীর কাছে
মুদ্রিত হরফ কোনো মূল্য বহন করে না।
হায়! বিশাল সঞ্চয়িতার এতোগুলো পাতা উল্টিয়েও
জমশেদ আলী রবীন্দ্রনাথকে জানতে পারলো না।
আমরা জমশেদ আলী ও রবীন্দ্রনাথের মধ্যে
কোন সেতু গড়তে পারিনি।

No comments:

Post a Comment