Thursday, December 27, 2012

একজন মহীয়সী নারীর প্রস্থানে


(এডভোকেট রোকেয়া বেগম স্মরণে)

কালীবাড়ি বাইলেনের দোতলার বারান্দায়
শোকার্ত লতাগুল্মের পাশে চুপ করে বসে আছে
টবের বাসিন্দা বিষণ্ন বিল্ডিং হাট, মৌচান্দা,
পাতাবাহার, রঞ্জন
একদা চঞ্চল বালক সুবর্ণের বয়স যেন বা বেড়ে গেছে খুব,
তার হাতের লেখায় সহজ বানানে বারবার হয়ে যায় ভুল
শিশুতীর্থ আনন্দধ্বনির সুরঝর্ণা
অনিশ্চিতির উদ্বেগে থমকে উঠে থেকে থেকে
সমস্যায় সংকটে দুর্দিনে দুঃসময়ে
আশ্বস্ত হয়েছে যারা তার মধুর কণ্ঠের বচনে,
তারা রুদ্ধবাক অবিরাম শোকের দহনে
দুধঅলা, গৃহকর্মি, দৈনিক পত্রিকার হকার,
বিপন্ন বিপ্লবী, চন্দ্রাহত কবি, অচেনা কমরেড,
রবীন্দ্র সংগীতের বিমুগ্ধ অনুরাগী,
লাঞ্ছিত-বঞ্চিত নারী প্রিয়জন হারানোর
বেদনায় মুহ্যমান-ব্যথাহত
মহীয়সী দরদি নারীর অন্তর্ধানে
শোকের লু-হাওয়া বয় নিস্তব্ধ অঙ্গনে
শুন্যতার হাহাকার বেদনার চিত্তশুল হানে তাদের হৃদয়ে

No comments:

Post a Comment