Sunday, August 11, 2013

উঁকি দিচ্ছে আলোর এন্টেনা



অনেক দিন তো ছিলাম
     প্রগাঢ় অন্ধকারের জিম্মি।
পাঁজর ফাটিয়ে ফুটছে আলোর কমলঃ
     পাঁপড়ি তার অমলিন-নিদাগ-অমল।
বুকের চাতালে নাচছে যেন
     আনসিনেমার নৃত্যপরা নিম্মী।

খুলির ভিতরে তিমির কর্দমে
     উঁকি দিচ্ছে আলোর এন্টেনা।
করোটির আঙিনায়
     ভরা পূর্ণিমায় ফুটছে
          সুগন্ধি ল্যান্টানা।

No comments:

Post a Comment