Thursday, April 23, 2015

নদীর কাছে গেলাম



---শামসুল ফয়েজ

নদীর কাছে গেলাম
কেন নদীর কাছে গেলাম?
নদীর গতর খুবলে তোলা
বালুর পাহাড় পেলাম।

নদীর কাছে গেলাম,
শুধুই নদীর কাছে গেলাম।
মোবিল পোড়া ধোঁয়ার ভিতর
ফুসফুসে দম নিলাম।
ঘাটের ফেরী পারাপারে
বৃথাই দোয়েল দিলাম।
নদীর কাছে গেলাম,
আহা! নদীর কাছে গেলাম।
কোদাল ঘায়ে ত্যক্ত নদীর
জখম দেখে এলাম।
শহর পাশের চরটি জুড়ে
ট্রাকের বহর ছাওয়া;
নায়ের উপর নাই তোলা পাল,
বয় না রঙিন হাওয়া।
ভটভটানি কালের নায়ে
দাঁড় হয় না বাওয়া।

তবু নায়ের উপর থেকে
হঠাৎ করে নুয়ে;
পরিস্রুত স্বচ্ছ জলে
মুখটি নিলাম ধুয়ে;
হাত ডুবিয়ে বৃহ্মপুত্রের
ঝিনুক দিলাম ছুঁয়ে।

No comments:

Post a Comment